অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার রোবট জন্ম দেবে রোবটের!

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৩:৩৮ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

জেনোবটস

জেনোবটস

২০২০ সালে আফ্রিকান এক জাতের ব্যাং (জেনোপস লেভিস)-এর দেহকোষ দিয়ে জেনোবটস নামের রোবট তৈরি করেছিলেন বিজ্ঞানীরা। এবার তারা দাবি করেছেন এই রোবটগুলো নিজে থেকেই নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে।

সিএনএন-এর খবর অনুযায়ী, এক মিলিমিটারেরও ছোট (০.০৪ ইঞ্চি) জেনোবটস হচ্ছে পৃথিবীর প্রথম জীবন্ত রোবট। এই রোবটগুলো একসাথে চলাফেরা করতে পারে, একত্রিত হয়ে কাজ করতে পারে এবং নিজেরা নিজেদের দেহের কোনোরূপ ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে তুলতে পারে।

ইউনিভার্সিটি অভ ভারমন্ট, টাফটস ইউনিভার্সিটি, ও হার্ভার্ড ইউনিভার্সিটি'র বিজ্ঞানীরা জেনোবটস তৈরি করেছেন। নতুন এ উদ্ভাবন সম্পর্কে তারা বলেছেন এর মাধ্যমে জৈবিক উৎপাদনের সম্পূর্ণ এক নতুন অধ্যায় উন্মোচিত হলো।

কিন্তু জৈবিক এই উপাদান কীভাবে রোবট হিসেবে বিবেচিত হচ্ছে? ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক, রোবট বিশেষজ্ঞ ও জেনোবটস প্রোগ্রামের প্রধান গবেষক জশ বনগার্ড বলেন, 'বেশিরভাগ মানুষ মনে করে রোবট মানেই ধাতুর তৈরি কিছু। কিন্তু আসলে ব্যাপারটা রোবট কী দিয়ে তৈরি তা নয় বরং রোবট কী করে সেই প্রশ্নের। রোবটের কাজ হলো মানুষের পক্ষ হয়ে নিজের মতো করে কাজ করা।'