পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সুন্দরবন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩৫ এএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার আপডেট: ১১:৩৭ এএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার
সুন্দরবন
পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। স্বাস্থ্যবিধি মানার শর্তে ১ নভেম্বর (শনিবার) থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন।
বন মন্ত্রণালয় জানিয়েছে-
- স্বাস্থ্যবিধি মেনে ট্যুর অপারেটরদের ভ্রমণ কার্যক্রম পরিচালনা করতে হবে
- বড় জাহাজে কম পর্যটক নিতে হবে (আগে নেওয়া হতো সর্বোচ্চ ৭৫ জন)
- মানতে হবে সামাজিক ও শারীরিক দূরত্বও।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বন বিভাগ। এরপর থেকে কর্মহীন হয়ে পড়েন পর্যটন ব্যবসায়ী এবং এ খাতে জড়িতরা।তারা সুন্দরবন পর্যটনদের জন্য খুলে দেয়ার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করেছেন
এরপর দীর্ঘ প্রায় ৭ মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর বন বিভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়ে কাল শনিবার ( ১ নভেম্বর) থেকে সুন্দরবন ভ্রমণের জন্য উম্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয়।
সে সঙ্গে পর্যটন কেন্দ্রগুলোর বিভিন্ন স্থাপনার উন্নয়ন,সংস্কার ও মেরামতে কাজও শুরু হয়ে গেছে। কারণ ঝড়-জলোচ্ছ্বাসে বনের প্রধান আকর্ষণীয় স্থান করমজলসহ বিভিন্ন কেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রস্তুতিও সেরেছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।