ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে নতুন প্রধান আশিকুর রহমান
প্রকাশিত: ০৬:৪৯ এএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান বিভাগের হলেন সহকারী অধ্যাপক আশিকুর রহমান লিয়ন। তিনি ড. আহমেদুল কবির-এর স্থলাভিষিক্ত হলেন। বুধবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
২০০৯ সালের ১ আগস্ট থেকে এই বিভাগে কর্মরত আছেন সহকারি অধ্যাপক আশিকুর রহমান লিয়ন। আগামী চার বছর তিনি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আশিকুর রহমান লিয়ন নাট্য অভিনেতা এবং নির্দেশক হিসেবেও পরিচিত।
নাট্য নির্দেশক ও পরিকল্পক হিসেবে আশিকুর রহমান লিয়নের উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযোজিত শেক্সপিয়রের ‘হ্যামলেট’, শুদ্রক রচিত ভারতীয় ধ্রুপদী নাটক ‘মৃচ্ছকটিক’, জে এম সিন্জ রচিত ‘রাইডার্স টু দ্যা সী’, প্রখ্যাত ৬ জন প্রকৃতিবাদী ও বাস্তববাদী নাট্যকারের ৬টি নাটকের সংশ্লেষে উপস্থাপিত নাটক ‘অপরেরা’।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যার ইতিহাস নির্ভর নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’র নির্দেশনায়ও ছিলেন আশিকুর রহমান লিয়ন।