পৃথিবীর পানির উৎস সূর্য?
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার আপডেট: ০২:৪০ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
নতুন গবেষণা বলছে পৃথিবীর পানির উৎস হতে পারে সূর্য
আমাদের পৃথিবীতে পানির আদি উৎস কী? এর আগে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন পৃথিবীর কিশোর বয়সে এখানে পতিত হওয়া গ্রহাণু ও ধুমকেতুগুলোর ভেতরে জমে থাকা পানিই হচ্ছে এখানকার পানির উৎস।
তবে নতুন এক গবেষণা বলছে সূর্যও হতে পারে আমাদের গ্রহের পানির অন্যতম উৎস। কয়েকশ কোটি বছর আগে সূর্য থেকে আগত সৌরঝড় থেকেই পৃথিবীতে পানির উৎপত্তি হয়েছিল বলে গবেষণাটিতে জানানো হয়েছে।
আন্তর্জাতিক গবেষকদের একটি দল ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে এ গবেষণাটি প্রকাশ করেছেন। তারা ২০১০ সালে জাপানের হায়াবুসা স্পেইসক্রাফট মিশনের সংগ্রহ করা একটি গ্রহাণুকণার ওপর গবেষণা করে নতুন এ তথ্য উদ্ঘাটন করেছেন।
কসমস ম্যাগাজিন-এ গবেষণাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণাটির ফলাফল অনুযায়ী মহাশূন্যে ভেসে থাকা ধূলিকণা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধুলো থেকে পানি তৈরি করতে পারলে মহাকাশ ভ্রমণে আর পানি বহন করতে হবে না নভোচারীদের।