টুইটারের প্রতিষ্ঠাতা ডরসির পদত্যাগ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
টুইটার এর প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এর সিইও'র পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রেকিং নিউজে জানিয়েছে, তার এই পদত্যাগ অনতিবিলম্বে কার্যকর হবে।
কোম্পানিটির বরাত দিয়ে দ্য এপোকটাইম জানিয়েছে, টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার-সিটিও পরাগ আগরওয়াল ডরসির স্থলাভিষিক্ত হচ্ছেন।
এক বিবৃতিতে জ্যাক ডরসি বলেছেন, আমি আমার পদ থেকে সরে যাচ্ছি। আমি মনে করি একজন সিইও হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত পরাগ আগরওয়াল ভালো ভাবে কোম্পানিটি পরিচালনা করতে পারবেন। এবং এখন তার নেতৃত্বে আসার সময় হয়েছে।
২০০৬ সালে জ্যাক ডরসি টুইটার প্রতিষ্ঠা করেন।