অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার দলও বদলালেন শ্রাবন্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার   আপডেট: ০৬:০২ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

শ্রাবন্তী

শ্রাবন্তী

বদল যেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর নিত্যসঙ্গী। এতদিন সেটা ব্যক্তিগত জীবনে রইলেও এবার তা রাজনৈতিক জীবনেও পাখা মেলেছে। শ্রাবন্তী বদলালেন দল।

সোমবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এর কয়েকদিন আগে বিজেপি ছাড়েন অভিনেত্রী। দলটির হয়ে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন শ্রাবন্তী। 

শ্রাবন্তীর নির্বাচনী প্রচারে এসেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু তাতেও লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শেষমেশ নভেম্বরের শুরুতে টুইটে দলত্যাগের কথা জানান শ্রাবন্তী।

দলত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ‘যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।’ যা উসকে দিয়েছিল দলবদলের জল্পনা। সেই কাজটিই করলেন তিনি।