রাব্বি হাসপাতালে, বদলি হিসেবে মাঠে সোহান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পান বাংলাদেশি ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। বাউন্সারে পাওয়া চোটের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয়। শঙ্কা থাকায় সোজা হাসপাতালে নেওয়া হয়েছে স্ক্যানের জন্য। জানানো হয়েছে, তার বদলি হিসেবে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহান।
জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাব্বিকে স্ক্যানের জন্য নেওয়া হচ্ছে। সে খেলতে পারছে না। কনকাশন প্রক্রিয়ায় নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে।’
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৪৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫। লিটন ব্যাট করছেন ৩২ রানে। নুরুল হাসান সোহান রানের খাতা খোলেননি। সাজঘরে ফিরে গেছেন মেহেদি হাসান মিরাজ।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে থাকা রাব্বি পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে অভিষেক ক্যাপ মাথায় তোলেন। তবে প্রথম ইনিংসে সুবিধা করতে না পরলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন দুর্দান্ত। তার ৩৬ রানের কল্যাণে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে মাথায় আঘাত পাওয়ায় এখানেই থামে তার অভিষেক যাত্রা।
রাব্বির পর মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ। ভালোই খেলে যাচ্ছিলেন, তবে এক পর্যায়ে সাজিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।