অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফেরার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার  

আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে জিম্বাবুয়েতে বাতিল হয়ে গেছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের গৌরবে ভেসেছে বাংলাদেশ নারী দল।

এমন অর্জনের আনন্দ উপভোগের সময় পাননি সালমা-রুমানারা। করোনার কারণে দ্রুততম সময়েই জিম্বাবুয়ে ছেড়েছেন নারী ক্রিকেটাররা। কিন্তু এখনো তাদের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। হারারে থেকে বাংলাদেশ নারী দল আফ্রিকার আরেক দেশ নামিবিয়ায় পৌঁছেছে গতকাল।

দলের সঙ্গে থাকা বিসিবির উইমেন্স উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ জানিয়েছেন, নামিবিয়া থেকে ওমানে আসবে নারী দল। পরে ওমান থেকে ঢাকায় আসবে পুরো দল। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনিও।

তবে বিসিবির কর্তাদের আশা, আগামীকাল মঙ্গলবার নিরাপদেই দেশে ফিরবে ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইতিহাস গড়া টাইগ্রেসরা।