১৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার আপডেট: ০৪:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
শুরুতেই হারিয়ে বসেছে দলের প্রথম তিন ব্যাটাসম্যান সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মুমিনুল হকের উইকেট।
স্কোরবোর্ডে মাত্র ১৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে টিম বাংলাদেশ। পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের ব্যাটাসম্যানরা।
দলীয় ১৪ রানে প্রথমে উইকেট হারায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির ইনসুইং করা বলটি লাগে সাদমান ইসলামের পায়ে। আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন সাদমান। দেখা যায় সেট স্ট্যাম্পের কানায় লেগেছে। ফলে সাদমানকে ফিরতে হয়।
দুই বল পরেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ক্যাচ তুলে দেন স্লিপে। আর পরের ওভারেই হাসান আলীর বলে ক্যাচ তুলে দেন মুমিনুল হকও। ফলে ১৫ রানেই তৃতীয় উইকেট হারায় টাইগাররা।
এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ২৫।