অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যাটিং-বোলিংয়ে টাইগারদের হতাশার দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার  

দিনের শুরুতেই ফিরে যান লিটন দাস। তারপর থেকে আসা যাওয়ার মিছিলে ছিলেন বাকি ব্যাটসম্যানরা। ২৫৩-৪ দিয়ে দিন শুরু করা বাংলাদেশ অলআউট হলো ৩৩০ রানে। ব্যাটিং হতাশার পর বোলিংয়ে নিরাশ হতে হয়েছে টাইগারদের। সারাদিন খেটেও কোন পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করা যায়নি। 

পাকিস্তান রান করছে। বাংলাদেশ কেবল তাকিয়ে দেখছে। দ্বিতীয় দিনে লাঞ্চের পর থেকে এটাই ছিল বাস্তবতা। ৫৭ ওভার বল করেও যে পাকিস্তানের একটি উইকেটও তুলতে পারেনি মুমিনুল হকের দল। আগের দিন স্বপ্নের মতো কাটলেও দ্বিতীয় দিনে ডুবতে হয়েছে কেবলই হতাশায়।

শুরুটা হয়েছিল লিটন দাসকে দিয়ে। আগের দিন এত দারুণ সব শট খেলেছেন, টাইমিং ছিল চোখের জন্য শান্তির। আশা ছিল, দ্বিতীয় দিনেও হয়তো করবেন বড় কিছু। কিন্তু হাসান আলির বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে তাকে ফিরতে হয়েছে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এর আগে ১ ছক্কা ১১ চারে ২৩৩ বলে করেছেন ১১৪ রান।

পরে ওই হতাশা আরও বেড়েছে ৯০ এর ঘরে মুশফিকুর রহিমের আউটে। তিনিও এবিডব্লিউয়ের ফাঁদে পড়েছিলেন। কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন তিনি। যদিও আউট হওয়া থেকে বাঁচতে পারেননি। ২২৫ বল খেলে ৯১ রান করে ফাহিম আশরাফের বলে সাজঘরে ফেরেন মুশফিক।

বাংলাদেশের অলআউট হতেও বেশি সময় লাগেনি। ৬৮ বলে ৩৮ রান করে মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৩৩০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশ তাদের উইকেট ফেলতে পারেনি একটিও। ৯৩ রান করে আবিদ আলি ও ৫২ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ শাফাক। 

পাকিস্তান এখনও বাংলাদেশের ১ম ইনিংস থেকে ১৮৫ রান পিছিয়ে। কিন্তু সফরকারীদের হাতে আছে ১০ উইকেটই। সন্দেহ নেই কোণঠাসা অবস্থায় ফের বাংলাদেশ দল।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০/১০ (মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২/৭০, হাসান ৫/৫১, ফাহিম ২/৫৪, সাজিদ ১/৭৯)

পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৪৫/০ (আবিদ ৯৩*, শফিক ৫২*)