প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার আপডেট: ০৭:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার
বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাইপর্ব খেলে প্রতিবারই পঞ্চম হয়েছে। এবার অবশ্য বেশ ভালো ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে তাদের জন্য দুয়ারটি সরাসরি খুলে দিয়েছে কোভিড-১৯।
করোনার প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়া অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ নারী দলের জন্য। অবসানও হয়েছে দীর্ঘ অপেক্ষার। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন জাহানারা আলমরা।
এক বিবৃতি দিয়ে শনিবার জিম্বাবুয়েতে চলমান বাছাইয়ের টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেয় আইসিসি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাতিলের পরপরই আসে সে সিদ্ধান্ত।
জিম্বাবুয়ের বাছাইপর্ব থেকে তিন দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। এখন পুরো প্রতিযোগিতাই বাতিল হয়ে যাওয়ায় এই তিন দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন করেছে আইসিসি।
স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আগেই মূল প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এছাড়া র্যাঙ্কিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও থাকছে শিরোপার লড়াইয়ে। বড় দলগুলোর মধ্যে বাদ পড়েছে শ্রীলঙ্কা।