অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম পর্যটন মেলার সাথে যুক্ত হলো ট্রিপলাভার 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার  

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ট্রিপলাভার দি বাংলাদেশ মনিটর আয়োজিত চট্টগ্রাম আর্ন্তজাতিক পর্যটন মেলা-চিটাগং ট্রাভেল মার্ট-২০২২ এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। 

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ মনিটরের প্রধান কার্যলয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চুক্তিত স্বাক্ষর করেন দি বাংলাদেশ মনিটরের নির্বাহী সম্পাদক ড. ফরহাদ কামাল এবং ট্রিপলাভার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নিশা তাসনিম শেখ। অনুষ্ঠানে বাংলাদেশ মনিটর ও ট্রিপলাভারের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যটন মেলাটি চট্টগ্রামের দি পেনিনস্যুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে এবং দেশবিদেশের বিভিন্ন এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ অন্যান্যরা এ মেলায় অংশ গ্রহণ করবে।

বিগত দুই বছর ধরে কোভিড-১৯ এর তাণ্ডবে বিধ্বস্ত দেশের পর্যটন শিল্পকে উজ্জিবীত করার লক্ষ্যে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর দ্বাদশবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে আগামী ৬ই জানুয়ারী থেকে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে।