দিনের শুরুতেই ফিরলেন লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার
লিটন-মুশফিকের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। ৪৯ রানে চার উইকেট হারানোর পর খাদের কিনারায় থাকা দলকে টেনে নিয়ে যান এই দুজন। প্রত্যাশা ছিলো দ্বিতীয় দিনেও চলবে এই ধারাবাহিকতা। তবে তেমনটা হয়নি। শুরুতেই সাজঘরে ফিরে গেছেন লিটন দাস।
আগের দিনের খেলা ৫ ওভার কম হওয়ায় আজ নির্ধারিত সময়ের আগেই মাঠে নামেন দুই দলের ক্রিকেটাররা। নোমান আলীর করা প্রথম ভালোভাবেই সামলে নেন মুশফিক ও লিটন।
দ্বিতীয় ওভার করতে বল হাতে নেন হাসান আলী। প্রথম ৫ বলই করেন আউটসুইং। আর শেষ বলটি করেন ইনসুইং। যা লিটনের প্যাডে গিয়ে লাগে।
শুরুতে পাকিস্তানি ক্রিকেটাররা আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন বাবর আজম। রিভিউতে দেখা যায় প্যাডের উপরে লাগলেও বল গিয়ে ভেঙে দিচ্ছে লেগ স্ট্যাম্পের মাথা। ফলে ১১৪ রান করে মাঠ ছাড়তে হয় লিটন দাসকে।
লিটন ফিরে যাওয়ার পর মাঠে নেমেছেন ইয়াসির আলী। ঘরের মাটিতেই অভিষেক হলো চট্টগ্রামের ছেলের।