অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার বিসিবির খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০১:৩১ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ভুলের শুরু সাকিব আল হাসানের শরীরে শহিদুল ইসলামের চেহারা বসানো নিয়ে। এরপর সামনে এসেছে টিকেটে খেলার সময় রাত ১০ টা তুলে ধরে। এএম আর পিএমে তালগোল পাকিয়ে যে ভুল হয়েছিলো বিসিবির। 

টিকেটে খেলার সময় রাত ১০টায় লেখা নিয়ে তোলপাড় শেষ না হতেই আরেক ভুল করে বসেছে বিসিবি। চট্টগ্রাম টেস্টের জন্য বিসিবির দেওয়া খেলোয়াড় তালিকায় দেখা গেছে বাংলাদেশ বানানই ভুল!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচের জন্য দেওয়া খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল ছিল। ওই তালিকায় স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের।  

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে বিসিবি, সেখানে বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’ এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’।

যে ক্রিকেটারের তালিকা সরবরাহ করেছে বিসিবি, সেটি শুধু দেশেই সীমাবদ্ধ নেই। একই তালিকা গেছে পাকিস্তানের সংবাদমাধ্যমেও।