অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পঞ্চাশের আগেই সাজঘরে ৪ ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২২ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার  

মাঠ পরিদর্শনকালে ধারাভাষ্যকার বলছিলেন, উইকেট ব্যাটিংবান্ধব হলেও দিনের শুরুতে সহায়তা পাবেন পেসাররা। তাদের কথাই সত্য প্রমাণিত করলেন শাহিন আফ্রিদি ও হাসান আলী। সে সাথে অভিষিক্ত অফস্পিনার সাজিদ খানের ঘূর্ণিতে ৫০ রানের আগেই সাজঘরে গেছেন তিন ব্যাটনম্যান। 

ইনিংসের পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির দ্বিতীয় বলকে কাভার দিয়ে চার মারেন সাইফ। কিন্তু পরের বলেই আফ্রিদির বাউন্সার সামলাতে পারেননি তিনি। 


শর্ট লেগে দাঁড়ানো আবিদ আলীর হাতে বল তুলে দিয়ে সাজঘরে ফেরত গেছেন। ১২ বলে ১৪ রান করে ফিরেছেন সাইফ।

এরপর দলীয় ৩৩ রানের মাথায় হাসান আলির এলবিডব্লিউর শিকার হন আরেক ওপেনার সাদমান ইসলাম। দুই ওপেনারের ব্যাট থেকেই এসেছে সমান ১৪টি করে রান।

তৃতীয় উইকেট জুটিতে বেশ গোছালো মনে হচ্ছিল নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হককে। কিন্তু তাদের জুটিও লম্বা হয়নি। সাজিদ খানের বল মুমিনুলের ব্যাটের কানায় লেগে বন্দী হয় উইকেটরক্ষক রিজওয়ানের হাতে। ফলে ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। 

চতুর্থ উইকেট জুটিও বেশিক্ষণ টেকেনি। ফাহিম আশরাফের বলে দুর্দান্ত এক ড্রাইভ করলেও সাজিদ খানের দুর্দান্ত ক্যাচের শিকার হন শান্ত। তার ব্যাট থেকেও আসে ১৪ রান।