১২ ডিসেম্বর ফাইভ–জি যুগে প্রবেশ বাংলাদেশের
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার আপডেট: ০৬:১২ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান
আগামী ১২ ডিসেম্বর ফাইভ–জি প্রযুক্তির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, দেশের অর্থনীতিসহ সব খাতে বড় ধরনের অগ্রগতি নিয়ে আসছে ফাইভ–জি সুবিধা। এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে ডিজিটাল অপরাধও অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। বিটিআরসির ‘এনওসি অটোমেশন এবং আইএমইআই ডেটাবেইস’ সিস্টেমের সঙ্গে এনটিএমসির ‘ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম’–এর ইন্টিগ্রেশন–বিষয়ক এ সমঝোতা স্মারক সই হয়েছে।
মোস্তাফা জব্বার বলেন, এ বছর টেলিটক ৫-জি সেবা পরীক্ষামূলকভাবে শুরু করবে। আগামী বছর তা সম্প্রসারণ করবে। ডিসেম্বরের মধ্যে অন্য মুঠোফোন অপারেটরদের জন্য ৫-জি তরঙ্গ নিলাম করা হবে। ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও ৫-জি চালু করতে পারবে।
অবশ্য খুব দ্রুতই সারা দেশে ৫-জি ছড়িয়ে দেওয়া হবে, বিষয়টি তেমন নয় বলেও জানান টেলিযোগাযোগমন্ত্রী।