অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শারমিনের ১৩০, ইউএসএ’র বিপক্ষে বাংলাদেশের ৩২২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৮:০৮ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

শারমিন আক্তার

শারমিন আক্তার

বিশ্বকাপ বাছাই পর্বে ইউএসএ’র বিপক্ষে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে অপরাজিত ১৩০ রান করেছেন শারমিন আক্তার। দেশের নারী ক্রিকেটারদের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

মঙ্গলবার জিম্বাবুয়ের রাজধানী হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাট করতে নেমে শারমিনের অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে বাংলাদেশের ব্যাটাররা।