অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের আগে হাইপারসনিক মিসাইল সক্ষমতায় চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার  

হাইপারসনিক মিসাইল প্রযুক্তি অর্জন করেছে চীন

হাইপারসনিক মিসাইল প্রযুক্তি অর্জন করেছে চীন

হাইপারসনিক গতিসম্পন্ন মিসাইল সক্ষমতায় পৌঁছেছে চীন। সম্প্রতি দেশটির একটি মিসাইল টেস্টে এমন নজির দেখা গেল।

ফাইনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই মিসাইলটি ম্যাক-৫ অর্থাৎ, শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর আগে কোনো দেশ এমন সক্ষমতা অর্জন করেনি।

চীনের এই প্রযুক্তিতে অবাক হয়েছেন খোদ পেন্টাগনের কর্তাব্যক্তিরা। একটি স্পেইসক্রাফট ব্যবহার করে তার মাধ্যমে মাঝ আকাশ থেকে এই মিসাইলটি ছোঁড়া হয়েছে বলে জানা গেছে।

অনেকে মনে করছেন এটি একটি এয়ার-টু-এয়ার মিসাইল ছিল। হাইপারসনিক স্পিডে চলা একটি আকাশযান থেকে কীভাবে মিসাইলটি ছোঁড়া হলো তা নিয়ে পেন্টাগনের বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন।