জরিমানার পর গোপনীয়তা নীতি পাল্টালো হোয়াটসঅ্যাপ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার আপডেট: ০৬:১৭ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
গোপনীয়তা নীতি পাল্টেছে হোয়াটসঅ্যাপ
ইউরোপের আদালতে ২২৫ মিলিয়ন ইউরো (২১৭৬ কোটি টাকা) জরিমানার পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবহারকারীদের জন্য নিজেদের গোপনীয়তা নীতি বদলেছে হোয়াটসঅ্যাপ।
ব্যবহারকারীদের কাছে আরও স্বচ্ছ থাকার অংশ হিসেবে এ পরিবর্তন এনেছে কোম্পানিটি। খবর স্কাই নিউজ-এর।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এ নীতিতে এটি ব্যবহারকারীর তথ্য কীভাবে রক্ষণাবেক্ষণ করে তার কোনো পরিবর্তন আনেনি, বরং এটি আনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাহিদা অনুযায়ী।
গ্রাহকের তথ্যের গোপনীয়তা বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের একটি আইন রয়েছে। এ আইন না মানার অভিযোগে কোম্পানিটিকে এত বড় পরিমাণ অংকের জরিমান করেছে আইরিশ ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)।
হোয়াটসঅ্যাপ ডিপিসি'র ও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে জানিয়েছে। তবে সাম্প্রতিক এ পরিবর্তনের কারণে ব্যবহারকারীকে নতুন কোনো টার্মস অ্যান্ড পলিসিতে রাজি হতে হবে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।