অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় মৃত্যুশূন্য, শনাক্তও নেই চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৪২ এএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার   আপডেট: ১১:৪৮ এএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

দেশে করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে। মহামারি শুরুর পর প্রথম মৃত্যুশূন্য দিন দেখেছে দেশ। এবার চট্টগ্রামে মৃত্যুর পাশাপাশি শনাক্তও নেমেছে শূন্যে কোঠায়। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি৷ একই সময়ে ৭৯২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৫০ জন এবং মোট এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ছয়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে চার, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১টিসহ মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।