মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ, গুমাই বিলে সোনালি উৎসব
লেখা ও ছবি: কমল দাশ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার
হালকা কুয়াশার পর্দা সরে গিয়ে মিষ্টি রোদ এসে পড়তেই দেখা গেল দিগন্তজোড়া প্রান্তরের সোনালি ঢেউ। মৃদু বাতাসে পাকা ধানের শীষের দোলা বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝেই দেখা গেল কাস্তে হাতে ব্যস্ত কৃষকদের।
চট্টগ্রামের শস্যভান্ডারখ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে ধান কাটা। মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিলের ফসলের ক্ষেতে ধান কাটার ধুম পড়েছে।
রবিবার (২১ নভেম্বর) সকালে গুমাই বিলের চারা বটতল, কদমতলী, লিচুবাগান, ছুপিপাড়াসংলগ্ন বিলের বিভিন্ন অংশে দেখা যায় পুরোদমে চলছে ধান কাটার কাজ।
কৃষকেরা ধান কাটায় ব্যস্ত। কেউ কেউ কাঁধে করে ধানের আঁটি নিয়ে বিলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন।
সব মিলিয়ে পরিপূর্ণ এক দৃশ্য—যেন শিল্পীর তুলিতে আঁকা।