সরকারি হাসপাতালে ওষুধ পান না ৯৭ শতাংশ রোগী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার আপডেট: ০৩:৫৩ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার
দেশে সরকারি হাসপাতালের ৯৭ শতাংশ রোগীই বিনা মূল্যে কোনো ওষুধ পায় না
দেশে সরকারি হাসপাতালের ৯৭ শতাংশ রোগীই বিনা মূল্যে কোনো ওষুধ পায় না। আর পরীক্ষা-নিরীক্ষা হয় মাত্র ১৪ দশমিক ৯ শতাংশ রোগীর। অধিকাংশ রোগীকে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয় এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা নিতে হয়। এতে রোগীর নিজ পকেট থেকে ব্যয় বেড়ে যায় এবং প্রায়ই রোগী আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হন।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের করা একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রবিবার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. নুরুল আমিন গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করেন।
প্রবন্ধে বলা হয়, ওষুধের খাতে রোগীদের ব্যয় হয় ৬৪ ভাগ আর পরীক্ষা-নিরীক্ষা খাতে ব্যয় হয় ৮ ভাগ। হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে সেবা নিতে তাদের ১২ ও ১১ ভাগ ব্যয় করতে হয়।
এ ছাড়া গ্রামে বিস্তৃত সরকারি প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা যথাযথ না থাকা এবং শহরে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা পর্যাপ্ত না থাকায় রোগীরা বেসরকারি হাসপাতাল থেকে সেবা নিতে বাধ্য হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।