অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্সার ভারপ্রাপ্ত সভাপতি তুসকেতস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২১ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০২:২৫ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

হোসে মারিয়া বার্তামেউর বার্সেলোনার সভাপতি হিসেবে পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কার্লেস তুসকেতসকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।

বার্সার ইকোনোমিক কমিটির সভাপতি হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন তুসকেতস। পেশায় তিনি একজন ব্যাংকার ও ব্যবসায়ী। তুসকেতস সহ ইকোনোমিক ও ডিসিপ্লিনারি কমিটির ৭ জনকে নিয়ে নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করে বার্সেলোনা। পরবর্তী নির্বাচন পর্যন্ত ক্লাব পরিচালনা করবে নতুন এই কমিটি।

বিবৃতিতে জানানো হয়, ‘নতুন এই কমিটির প্রধান দায়িত্ব হবে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে, নির্বাচিত বোর্ড মেম্বারদের হাতে দায়িত্ব অর্পন করা।’ 

আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচনের জন্য এখন পর্যন্ত সাতজন তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে আছেন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করা হুয়ান লাপোর্তা।

এছাড়া সভাপতির দৌড়ে আছেন ভিক্টর ফন্ট, যিনি নির্বাচিত হলে ক্লাব লিজেন্ড জাভিকে ক্লাবের কোচ হিসেবে আনার অঙ্গীকার করে রেখেছেন।