সাইফের গোল্ডেন ডাক, নাইম ফিরলেন ২ রানে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার (২০ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
শাহিন শাহ আফ্রিদি দলে ফিরেই নিজের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেলেন। ওভারের পঞ্চম বলে ফেরালেন আগের ম্যাচের ব্যর্থ সাইফ হাসানকে। ১ বল খেলে কোনো রান তুলতে না পেরেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি।
যদিও জোরালো আবেদনের পরেও প্রথমে আউট দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সাফল্য পায় পাকিস্তান। প্রথম ম্যাচে একাদশে ছিলেন না শাহিন শাহ। তবে দ্বিতীয় ম্যাচে হাসান আলির জায়গায় তাকে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে দ্বিতীয় ওভারে ওয়াসিম জুনিয়রের বলে ফিরে গেছেন আরেক ব্যাটসম্যান নাঈম শেখ। ৮ বল খেলে মাত্র ২ রান করে ফিরে গেছেন তিনি।
এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন সাইফ। ব্যাট হাতে করেছিলেন মাত্র ১ রান। অথচ সৌম্য-লিটনদের জায়গায় তাকে দলে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশা মেটানো দূরে থাক, খোলস ছেড়ে বেরই হতে পারছেন না সাইফ।
প্রথম ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েও জিততে জিততে হেরে যাওয়া। আরও এক হতাশার গল্প সঙ্গী টাইগারদের। এবার প্রত্যাশাটা ঘুরে দাঁড়ানোর। স্বল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষ শিবিরে যেভাবে কাঁপন ধরিয়ে দিয়েছিল তাসকিন-মেহেদীরা, তাতে পাশ মার্ক তারা পেতেই পারেন।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রিয়াদের জন্য স্বস্তি যদি হয় বোলিং, তবে অস্বস্তির নাম ব্যাটিং। কিছুতেই যেন বাগে আসছে না তা। পরিবর্তন তত্ত্বে সৌম্য-লিটন-মুশফিকদের ছাঁটাইয়েও আসেনি প্রত্যাশিত সাফল্য। ব্যর্থ শান্ত-সাইফরা।
তবে আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও ধারণা করা হচ্ছিল মিডল অর্ডারের শক্তি বাড়াতে অভিষেকের হতে পারে ইয়াসির রাব্বির। তবে সেটা হয়নি।