অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার   আপডেট: ০২:২৭ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার

টি-টোয়েন্টিতে বড় রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম ম্যাচ হেরেছে টাইগাররা। যেখানে মাহমুদউ্ল্লাহ রিয়াদদে আবারও ভুগিয়েছে ব্যাটিং। 

দ্বিতীয় ম্যাচের শুরুতে আবারও পরীক্ষায় পড়তে হচ্ছে ব্যাটারদের। কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

প্রথম মাচ হারলেও একাদশে কোন পরিবর্তন আসেনি। অন্যদিকে পাকিস্তান দলে হাসান আলীকে বসিয়ে নেয়া হয়েছে শাহিন আফ্রিদিকে। 

বাংলাদেশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।