সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার আপডেট: ১০:৫৪ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
প্রথম ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েও জিততে জিততে হেরে যাওয়া। আরও এক হতাশার গল্প সঙ্গী, টাইগারদের। এবার প্রত্যাশাটা ঘুরে দাঁড়ানোর।
হারের হতাশা ভুলে আবারও মাঠে নামছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শক্তি বাড়াতে একাদশে ইঙ্গিত মিলছে পরিবর্তনের। এ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। মিরপুরে ম্যাচ শুরু শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টায়।
প্রথম ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষ শিবিরে যেভাবে কাঁপন ধরিয়ে দিয়েছিল তাসকিন-মেহেদীরা, তাতে পাশ মার্ক তারা পেতেই পারেন।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রিয়াদের জন্য স্বস্তি যদি হয় বোলিং, তবে অস্বস্তির নাম ব্যাটিং। কিছুতেই যেন বাগে আসছে না তা। পরিবর্তন তত্ত্বে সৌম্য-লিটন-মুশফিকদের ছাঁটাইয়েও আসেনি প্রত্যাশিত সাফল্য। ব্যর্থ শান্ত-সাইফরা। তবে এ ম্যাচেও তাদের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। মিডল অর্ডারের শক্তি বাড়াতে অভিষেকের হতে পারে ইয়াসির রাব্বির।
অন্যদিকে প্রথম টি-টোয়েন্টিতেই পাকিস্তান জানান দিয়েছে তাদের শক্তিমত্তা। বাবরের এই দলটা আছে দারুণ ছন্দে। চাপের মুহূর্তেও কার্যকর তাদের টেলএন্ডার।
তবে এবার ওপরের সারির ব্যাটারদের কাছ থেকেও তুমুল প্রতিরোধ চান বাবর। সিরিজ নিশ্চিত করতে চান এক ম্যাচ হাতে রেখেই।
বাবর আজম বলেন, মিরপুরে ব্যাট করাটা কখনোই সহজ নয়। তবে ছেলেরা প্রত্যাশা পূরণ করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রত্যাশা করছি টপ অর্ডারও ভালো করবে। বোলারদের নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করে শেষ টি-টোয়েন্টি নির্ভার হয়ে খেলতে চাই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।