এনএফটি বিক্রি নিয়ে মামলার মুখে টারান্টিনো
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার আপডেট: ০৩:৫৯ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
কুয়েন্টিন টারান্টিনো
'পাল্প ফিকশন' সিনেমার কয়েকটি নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি) বিক্রি করতে চেয়েছিলেন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো, কিন্তু তার সেই পরিকল্পনায় বাদ সেধে তার নামে মামলা করে দিয়েছে সিনেমাটির নির্মাতা স্টুডিও মিরাম্যাক্স।
এনএফটি হচ্ছে ব্লকচেইন প্রযুক্তিনির্ভর ডিজিটাল কনটেন্ট যেগুলো ব্যক্তির স্বতন্ত্র সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। নভেম্বর মাসের শুরুতে সিনেমাটির স্ক্রিপ্টের কিছু অংশ নিয়ে তৈরি করা এনএফটি বিক্রির ঘোষণা দিয়েছিলেন টারান্টিনো।
ওই ডিজিটাল কনটেন্টগুলোতে আগে অপ্রকাশিত স্ক্রিপ্ট থাকার কথা রয়েছে। এছাড়া এগুলো এমনভাবে বানানো হচ্ছে যেখানে সাধারণ কেউ দেখলে কেবল কনটেন্টের একটি অংশ দেখতে পাবে, কিন্তু এনএফটির মালিক আরও একটি অংশ দেখতে পাবেন যেটা কেবল তার জন্য রাখা হয়েছে।
মেট্রো-এর খবরে বলা হয়, মঙ্গলবার (১৬ নভেম্বর) মিরাম্যাক্স লস অ্যাঞ্জেলস-এর আদালতে একটি অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয়েছে, এনএফটি বিক্রি করা নিয়ে টারান্টিনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট লঙ্ঘন করছেন। স্টুডিওটি এও দাবী করেছে যে টারান্টিনো বিক্রি বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।