চট্টগ্রামে করোনায় মৃত্যু ১, শনাক্তের হার ১ এর নিচে
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে নতুন ৫ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ০ দশমিক ৪৬ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত এক রোগি মৃত্যুবরণ করেছেন। তবে জেলার আওতাধীন ১৫ উপজেলার কোথাও নতুন জীবাণু বাহক শনাক্ত হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে করোনার হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো প্রতিবেদন থেকে এ সব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৩৩৭ জন। সংক্রমিতদের মধ্যে ৭৪ হাজার ৪২ জন শহরের ও ২৮ হাজার ২৯৫ জন গ্রামের। গতকাল করোনায় গ্রামের এক রোগি মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৩০ জন। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৭ জন।