দুই ভারত বক্তব্যের জেরে বিতর্কে বীর দাস
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস
স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস 'দুই ভারত' বক্তব্যের জন্য অনেকের রোষানলে পড়েছেন। সাত মিনিটের একটি ভিডিওতে তিনি ভারতের দুটো রূপের কথা তুলে ধরে বলেন, "এখানে দিনের বেলা মানুষ নারীদের পূজা করে আর রাতের বেলা করে গণধর্ষণ"।
বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, এ বক্তব্যের পর অনেকে পুলিশের কাছে তার নামে অভিযোগ করেছেন। দেশটির অন্যান্য স্ট্যান্ড-আপ কমেডিয়ানরাও তার সমালোচনা করেছেন।
জবাবে দাস বলেন, এটি দুটো ভীষণ আলাদা ভারতের দ্বৈততার ওপর একটি স্যাটায়ার।' ওয়াশিংটন ডিসিতে নিজের একটি অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছিলেন বীর। সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং এরপরই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
বীর দাসের এ বক্তব্যের প্রতিবাদ করেছেন সম্প্রতি ভারতের স্বাধীনতা বিষয়ক মন্তব্যের কারণে আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম-এর এক স্টোরিতে দাসের কাজকে 'সফট টেরোরিজম' বলে তার মতো অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তবে বীরের পক্ষেও কথা বলেছেন অনেকে। শশী থারুর-এর মতে, বীর দাস 'লাখো মানুষের মনের কথা বলেছেন'।