ক্যামব্রিজ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন ব্র্যাক
বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ক্যামব্রিজ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে বিশ্বের এমন প্রতিযোগিতামূলক বিতর্ক টুর্নামেন্টে শিরোপা জয় এবারই প্রথম। প্রতিযোগিতার আয়োজন করে ক্যামব্রিজ ইউনিয়ন।
১৪ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে শিরোপা জেতেন সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদ্বীপ পাল। দু’জনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফলিত অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এই বিতর্ক প্রতিযোগিতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, কর্নেল বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মতো শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো।
চলতি বছরে বিভিন্ন প্রতিযোগিতায় ১২৪টি শিরোপা জিতেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।