অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে, শিক্ষামন্ত্রী জানাবেন আজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার   আপডেট: ১১:০৫ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়বে কী না, সে বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে গত ২১ অক্টোবরের সম্মেলনেই শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী চলমান মহামারি কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সেদিন শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর যেসব দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল, সেসবের বেশিরভাগই আবারো বন্ধ করে দেয়া হয়েছে বা বন্ধের পথে রয়েছে। এ পরিস্থিতিতে সরকার মনে করছে, সামনের শীতের মৌসুমটি করোনার জন্য আরো নাজুক সময়। তাই এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিকল্পনা নেই।
 
গত ১৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য-নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

এরপর দফায় দফায় ২৫ এপ্রিল, ৫ মে, ৩০ মে, ৬ আগস্ট, ৩১ আগস্ট, ৩ অক্টোবর হয়ে শেষ ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। তবে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে ক্লাস চালিয়ে আসছে সরকার।