অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের আরও এক পদক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার  

২২তম এশিয়ান আর্চারিতে দ্বিতীয় পদক পেয়েছে  বাংলাদেশ, এসেছে ছেলেদের হাত ধরে। টুর্নামেন্টের  ৫ম দিনে বুধবার সকালে রিকার্ভ  মহিলা দলগত ইভেন্টে দেশকে প্রথম পদক এনে দিয়ে  ইতিহাস সৃষ্টি করে মেয়েরা। যা এশিয়ান আর্চারিতে বাংলাদেশের প্রথম পদক। এরপর একই ইভেন্টে মেয়েদের পথে হেঁটে ছেলেরাও পদকের দেখা পান।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান টুর্নামেন্টে  রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানের খেলোয়াড়দের ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

বাংলাদেশ এর আগে বিশ্বকাপে পদক  জয় করেছে, সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এশিয়ান আর্চারিতে পদক ছিল অধরা। 

পদক জয়ের পর তারকা আর্চার রোমান সানা তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা দিন দিন উন্নতি করছি। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের পরিকল্পনা থাকে ম্যাচ খেলে একটা পদক অর্জন করা। তবে আমরা হয়তো কোরিয়া বা ভারতের মত ওইভাবে শক্তিশালি হতে পারিনি। কোচ মার্টিন ফেডেরিক আসার পর থেকেই আমরা আরো আত্মবিশ্বাসী হয়েছি, কারণ আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলছি। 

শুক্রবার সকালে মিশ্র দ্বৈতের ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।