অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আর্চারিতে ইতিহাস গড়ে বাংলাদেশের পদক জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার   আপডেট: ১২:৩৯ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

এশিয়ান  আর্চারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তিন আর্চার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়। 

বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর ৫ম দিনে বুধবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক।

সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন তারা।

প্রথম পদক জয়ের পর দিয়া বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এলো।

উল্লেখ্য,এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সঙ্গে ফাইনালে উঠেছেন দিয়া।

শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।