আগামী পাবলিক পরীক্ষাগুলোও যথাসময়ে নেওয়ার সুযোগ নেই
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা পরবর্তীতে সমন্বয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (১৬ নভেম্বর) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ না থাকলেও তিনি আশা করেন আগামীতে এ বছরের মতো এমন দেরি হবে না।
পরে শিক্ষামন্ত্রী আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।