চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫, মৃত্যু নেই
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
করোনায় চট্টগ্রাম জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ০ দশমিক ৩৫ শতাংশ। এ সময়ে কারও মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ১০ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন শনাক্ত ৫ জনের মধ্যে শহরের ১ জন এবং চার উপজেলার ৪ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৩১৯ জন। আক্রান্তদের মধ্যে শহরের ৭৪ হাজার ২৭ ও গ্রামের ২৮ হাজার ২৯২ জন।
উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ৪ জনের মধ্যে হাটহাজারী, রাঙ্গুনিয়া, লোহাগাড়া ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মারা যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২৮ জনই রয়েছে। এর মধ্যে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৫ জন।