অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরিবর্তন আনতে সাইকেল ব্যবসায় নামছে হার্লে-ডেভিডসন

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার   আপডেট: ০৩:২০ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার

ইলেকট্রিক সাইকেল ব্যবসায় নামার ঘোষণা দিয়েছে বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসন। ২০২১ সালের বসন্তেই তাদের প্রথম সাইকেল বাজারে আসবে বলে জানিয়েছে এই আমেরিকান প্রতিষ্ঠান।  

হার্লে-ডেভিডসন মোটরসাইকেল বানানোর কারখানাতেই ‘সিরিয়াল ওয়ান সাইকেল’ নামে একটি আলাদা প্রজেক্ট খুলেছে প্রতিষ্ঠানটি। হার্লে-ডেভিডসনের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ‘সিরিয়াল নাম্বার ওয়ান’ নামেই এর নামকরণ করা হয়েছে।  

সিরিয়াল ওয়ান সাইকেলে কি কি সুযোগ সুবিধা থাকবে তা এখনও প্রকাশ করেনি হার্লে-ডেভিডসন কর্তৃপক্ষ। তবে কোম্পানীটি তাদের প্রথম সাইকেলের কিছু ছবি প্রকাশ করেছে। 

নতুন বাইসাইকেল প্রসঙ্গে সিরিয়াল ওয়ানের পরিচালক অ্যারন ফ্রাংক বলেন, আমাদের নতুন প্রোডাক্ট সাইকেল বাজারে নতুন বিপ্লব আনবে। আরোহীরা অতুলনীয় রাইডিং অভিজ্ঞতা পাবে।