৬০০০ কোটি টাকা ব্যবসা করলো নো টাইম টু ডাই
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার আপডেট: ০৪:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
নো টাইম টু ডাই
ড্যানিয়েল ক্রেইগের জেইমস বন্ড ফ্র্যাঞ্চাইজ-এর ২৫ তম সিনেমা 'নো টাইম টু ডাই' ৭০০ মিলিয়ন ডলার (৬০০০ কোটি টাকা) আয়ের মাইলফলক অতিক্রম করেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস প্যানডেমিকের সময় এটিই দ্বিতীয় হলিউড সিনেমা যা এ অর্থ আয় করল। অন্য সিনেমাটি হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজ-এর নবম সিনেমা 'এফ৯: দ্য ফাস্ট সাগা'। এফ:৯ এখন পর্যন্ত ৭২১ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থান ধরে রেখেছে।
এর বাইরে প্যানডেমিকের এ বছরে চীনের দুটি সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। 'হাই, মম', ও 'দ্য ব্যাটল অ্যাট লেইক শাংজিন' সিনেমাদুটি যথাক্রমে ৮২২ ও ৮৭৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
তবে আমেরিকার বাইরে আয়ের দিক থেকে 'এফ:৯'-কেও ছাড়িয়ে গেছে 'নো টাইম টু ডাই'। ২৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বানানো এই সিনেমাটিতে শেষবারের মতো ড্যানিয়েল ক্রেইগকে 'ডাবল ও সেভেন' হিসেবে দেখতে পাবেন দর্শকেরা।