দুই শিফটে এসএসসি পরীক্ষা হচ্ছে আজ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:২৭ এএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার আপডেট: ১১:৩০ এএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
সোমবার (১৫ নভেম্বর)দুই শিফটে হচ্ছে এসএসসি পরীক্ষা
সোমবার (১৫ নভেম্বর) দুই শিফটে হচ্ছে এসএসসি পরীক্ষা। সকাল ১০টায় প্রথম শিফটে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে পরীক্ষা চলছে। বিকালের শিফটে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ দিন দাখিল পরীক্ষা হচ্ছে না। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হবে দাখিলে বাকি দুইটি পরীক্ষা। দাখিলের সব কটি পরীক্ষাই হবে সকালের শিফটে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর গতকাল রবিবার (১৪ নভেম্বর) শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসল শিক্ষার্থীরা। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছিল।
ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে।
অন্য আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
গত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হওয়ার পরের মাসে দেশে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এরপর এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়ে আবার দেশে পাবলিক পরীক্ষা নেওয়া শুরু হলো। এই পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর।