স্পেইসএক্স-এর বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ সাবেক কর্মীর
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রোববার
স্পেইসএক্স
স্পেইসএক্স-এর একজন সাবেক প্রকৌশলী কোম্পানিটির বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ এনে দাবি করেছেন তার সমপদমর্যাদার অন্য কর্মীদের চেয়ে তিনি অনেক ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হয়েছেন।
অজয় রেড্ডি নামের এই প্রকৌশলী ইলন মাস্কের এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উক্ত অভিযোগ এনে ফ্লোরিডা'র অরল্যান্ডোতে একটি মামলা দায়ের করেছেন। এরপর আদালত স্পেইসএক্স-এর বিরুদ্ধে সমনজারি করেন।
রেড্ডি তার প্রাক্তন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতিগত বৈষম্য, আর্থিক বৈষম্য, দেশভিত্তিক বৈষম্য, প্রতিশোধমূলক আচরণ, ও চুক্তিভঙ্গের অভিযোগ এনেছেন।
তিনি দাবি করেছেন, ২০২০ সালের মে মাসে তাকে কোম্পানিটি থেকে বরখাস্ত করা হয়। তবে রেড্ডিকে চাকরিচ্যুত করা ব্যবস্থাপক বলেছেন, রেড্ডি এক মিটিং-এর সময় এমনভাবে মুখভঙ্গি করেছিলেন যেটা তার চাকরি হারানোর প্রধান কারণ ছিল।
এছাড়া অজয় রেড্ডি দাবি করেছেন, স্পেইসএক্স-এর রকেট রিকভারি প্রোগ্রামে তার অপর দুই শ্বেতাঙ্গ সহকর্মী প্রশিক্ষণ লাভ করলেও তাকে তা দিতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।