চট্টগ্রামে করোনা মৃত্যু ১, আক্রান্তের হার ১ শতাংশের নিচে
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রোববার
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় নতুন করে ৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ০ দশমিক ৬২ শতাংশ।
চট্রগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ ও নগরীর সাতটি ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল শনিবার চট্টগ্রামের ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৭ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৬ জন ও ফটিকছড়ি উপজেলার ১ জন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ৩ হাজার ৮ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ২২ জন ও গ্রামের ২৮ হাজার ২৮৬ জন রয়েছেন।
গতকাল করোনায় গ্রামের একজনের মৃত্যু হয়েছে। জেলায় এখন মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭২৩ জন ও গ্রামের ৬০৪ জন।