অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২.৫৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রোববার  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে  উত্তীর্ণ ২.৫৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে উত্তীর্ণ ২.৫৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে রবিবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। সেখান থেকে প্রথম পর্বে নির্বাচিত হন ১ হাজার ৫৪০ জন। গত ২৬ অক্টোবর অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।

এই পরীক্ষায় ২৫৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এ ইউনিটে মোট আসন ১৩৫টি।