২৪ ঘন্টায় ১৫৯ জন নতুন ডেঙ্গু রোগি
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
[ফাইল ছবি]
গেলো ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৫৯ জন রোগি ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১২৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগি ৬৭৭ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৫ হাজার ৫০৩ জন ভর্তি হয়েছে।
জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৭২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৫৪২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৩৫ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৭ জন।