অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার   আপডেট: ০৩:২০ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল রবিবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে শনিবার (১৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। সেখান থেকে প্রথম পর্বে নির্বাচিত হন ১ হাজার ৫৪০ জন। গত ২৬ অক্টোবর অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।