আবারও বার্সায় ফিরলেন দানি আলভেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার আপডেট: ১১:২৯ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
বিশ্বে সবচেয়ে বেশি শিরোপা জেতা ফুটবলার দানি আলভেস। খেলেছেন জুভেন্টাস, পিএসজি, সেভিয়ার মতো্ ইউরোপ খ্যাত সব ক্লাবে। তবে ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় বার্সেলোনায় কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর আবারও কাতালান শিবিরে যোগ দিতে চলেছেন আলভেস।
শনিবার (১৩ নভেম্বর) রাতে দানি আলভেজের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। তার সঙ্গে আপাতত এই মৌসুমের জন্যই চুক্তি হবে। তবে সুযোগ থাকবে ২০২৩ সাল পর্যন্ত বাড়ানোর সুযোড় থাকছে।
গত সেপ্টেম্বরে সাও পাওলো ছাড়ার পর কোন ক্লাবে যোগ দেননি দানি আলভেস। মূলত বার্সেলোনায় ফেরার জন্যই নাকি নিজেকে ফ্রি রেখেছেন এই বছরেই অলিম্পিক জেতা এই ডিফেন্ডার।
তবে ৩৮ বছর বয়সী আলভেসকে শুরুতে দলে নিতে আগ্রহ দেখায়নি বার্সেলোনা। তবে জাভি কোচ হয়ে আসার পর পরিস্থিতি বদলে যায়। দায়িত্ব নিয়েই দানি আলভেসকে দলে নিলেন বার্সার সাবেক মাঝমাঠ কারিগর।
লিগে বর্তমানে বার্সেলোনার অবস্থান নবম। তাই কঠিন মৌসুম অপেক্ষা করছে ব্লাউগ্রানারদের জন্য। তবে তার প্রাথমিক লক্ষ্য হয়তো থাকবে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬ নিশ্চিত করা। বেনফিকার বিপক্ষে একটি জয়ই যার জন্য যথেষ্ট।
ক্যারিয়ারের ফর্মের তুঙ্গে এখন নেই দানি আলভেস। তবে তারপরও রাইট ব্যাক হিসেবে সেরা পছন্দই হওয়ার কথা। কেননা একই পজিশনে খেলা সার্জিও রবার্তো কিংবা সার্জিও ডেস্ট কেবল আক্রমণভাগেই ভালো করেছেন। মূল দায়িত্বে খুব একটা আস্থা অর্জন করতে পারেননি।
২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেন দানি আলভেস। ২০১৬ সাল পর্যন্ত নু ক্যাম্পে থেকে জিতেছেন ৩টি চ্যাম্পিয়ন্স লীগ। এছাড়া ৫ লা লিগাসহ মোট শিরোপা জিতেছেন ২৩টি।