অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জিমেইল সেবা কাজ করছে না যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার  

স্থানীয় সময় ১২ নভেম্বর সকালে যুক্তরাজ্যে গুগলের ইমেইল আদানপ্রদান সেবা জিমেইল কাজ করছে না বলে অভিযোগ জানিয়েছেন ব্যবহারকারীরা।

সকাল ৮.৩০ থেকে ০৯টার মধ্যে ব্যবহারকারীরা জিমেইলে প্রবেশ করতে না পারার অভিযোগ জানাতে শুরু করেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মেট্রো। যুক্তরাজ্যের বাইরে ফ্রান্স ও ভারতের ব্যবহারকারীরাও একই সমস্যায় ভুগছিলেন।

এ ঘটনায় গুগল এখন পর্যন্ত কোনো মন্তব্য না জানালেও বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রটোকল (আইএমএপি) ব্যবস্থার সাথে জিমেইল ডাউন হওয়ার সম্পর্ক রয়েছে।

আইএমএপি হচ্ছে যখন ব্যবহারকারী একটি ইমেইল সেবা (যেমন জিমেইল) অন্য ইমেলই সেবা (যেমন অ্যাপল-এর মেইল অ্যাপ) ব্যবহার করে গ্রহণ করতে চান।