অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার  

বিদেশে থাকা প্রায় ৩০টি কূটনৈতিক মিশন বন্ধ করার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দ্য নিউ ইয়র্ক টাইমসের পাওয়া এক নথিতে এটি দেখা গেছে।

গত মাসে মার্কিন সংবাদমাধ্যমে এক ডজন দূতাবাস বন্ধ করার পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের মতে, ইউরোপ ও আফ্রিকার বেশিরভাগ কূটনৈতিক মিশন এর আওতায় পড়তে পারে।

প্রতিবেদন অনুসারে, মাল্টা, লুক্সেমবার্গ, লেসোথো, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, গাম্বিয়া, মালদ্বীপ, গ্রেনাডা, সোমালিয়া এবং বাগদাদ কূটনৈতিক সহায়তা কেন্দ্রে মার্কিন উপস্থিতি বন্ধ বা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, ফ্রান্সে পাঁচটি কনস্যুলেট এবং জার্মানি, বসনিয়া ও হার্জেগোভিনায় অবস্থিত দুটি করে কনস্যুলেট, গ্রীস, ইতালি, পর্তুগাল, ব্রিটেন, ক্যামেরুন, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং কোরিয়া প্রজাতন্ত্রে আটটি কনস্যুলেট বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়ায় চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান কম হবে।

গত সোমবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর কথা ভাবছে।

এরই ধারাবাহিকতায় অন্যান্য উদ্যোগের মধ্যে - আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টার জন্য তহবিল, জাতিসংঘ, ন্যাটো এবং অন্যান্য ২০টি সংস্থা অনেকটাই সম্পূর্ণরূপে বন্ধ করা হতে পারে।