বন্যার্তদের জন্য প্রাইজমানি থেকে ১০০০০০ ইউরো দিচ্ছেন গ্রেটা
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
টিনেজার ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ তার পুরস্কারের অর্থ থেকে বাংলাদেশ ও ভারতে বন্যার্তদের সহায়তায় ১ লাখ ইউরো দিচ্ছেন।এই ঘোষণা তিনি দিয়েছেন টুইট করে।
টুইটে থানবার্গ বলেছেন- ঠিক এই সময়ে জলবায়ু সঙ্কটের প্রভাবে বাংলাদেশ ও ভারতে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। মাত্র কিছুদিন আগে সাইক্লোন আম্ফানের আঘাত সয়েছে দেশ দুটি। আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরুস্কারের টাকার ১০০০০০ ইউরো সহায়তা দেওয়া হবে এই দুটি দেশে। বাংলাদেশের ব্র্যাক ভারতের গুঞ্জ এবং অ্যাকশন এইড বাংলাদেশ ও ভারতের মাধ্যমে এই সহায়তা পাঠাবেন তিনি।
শুধু নিজেই সহায়তা দিয়ে ক্ষান্ত হননি। অন্যদেরও সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এই টিনেজার জলবায়ূ অ্যাক্টিভিস্ট। টুইটে তিনি বলেছেন, আপনারা কেউ পারলে এই দুই দেশের ত্রাণ প্রচেষ্টায় সহায়তা দিন। তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করলেই এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আর আপনার স্বল্পতম অংকের সহায়তায় তাদের উপকারে আসবে।