অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিনেমার সেটে সিগারেট খেতে খেতে অসুস্থ হয়ে পড়েছিলেন কাম্বারব্যাচ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৪:৪৭ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার

বেনেডিক্ট কাম্বারব্যাচ

বেনেডিক্ট কাম্বারব্যাচ

ধূমপান ছেড়েছিলেন সেই ২০১৪ সালে। কিন্তু সিনেমায় কাজ করতে হলে তো অতশত নিয়ে ভাবলে চলে না। তাই সিনেমার জন্যই আবারও সিগারেট খেতে হলো বেনেডিক্ট কাম্বারব্যাচকে।

কিন্তু সিনেমাটা যখন ওয়েস্টার্ন, তখন সিগারেট খাওয়াটা তার একটা বড় অংশ জুড়েই থাকে। আর যদি চরিত্রটি হয় একজন চেইন-স্মোকারের? তাহলে তো সেটা অধূমপায়ী অভিনেতার জন্য একেবারে মড়ার ওপর খাঁড়ার ঘা। এমনটাই ঘটেছে বেনেডিক্ট কাম্বারব্যাচের কপালে।

এস্কয়ার ম্যাগাজিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানা যায়, নতুন সিনেমা 'দ্য পাওয়ার অভ দ্য ডগ'-এ এক তুখোড় ধূমপায়ীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে প্রায় সিগারেটের ওপরই থাকতে হয়েছিল শ্যুটিং-এর সময়। ফলে তিনতিনবার অসুস্থ বোধ (নিকোটিন পয়জনিং) করেছিলেন ডক্টর স্ট্রেঞ্জখ্যাত এই গুণী অভিনয়শিল্পী।

নিকোটিন পয়জনিং হচ্ছে যখন কারও শরীরে মাত্রাতিরিক্ত নিকোটিন প্রবেশ করে এবং তার ফলে বমিবমি ভাব, মুখে লালাবৃদ্ধি, ক্ষুধামন্দা, শরীরে পানির অভাব, মাথাব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।