রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও সরাসরি
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার আপডেট: ০৭:০৭ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ঢাকা ও চট্টগ্রামের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের সরাসরি ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অনলাইনে হবে না। পরীক্ষায় শিক্ষার্থীদের সশরীরে অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন উপাচার্য এম আবদুস সোবহান। বিভিন্ন শিক্ষকরা সভায় অনলাইনে যুক্ত হন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, শিক্ষা পরিষদের সভায় শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পরে জানাবে।