অ্যাস্ট্রোওয়ার্ল্ড দুর্ঘটনা: মামলার সংখ্যা বেড়েছে
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের হিউস্টনের অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল-এ স্থানীয় সময় গত শুক্রবার (৫ নভেম্বর) র্যাপার ট্রেভিস স্কট-এর পরিবেশনার সময় ভিড়ের ভেতর ধাক্কাধাক্কিতে আটজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সংখ্যা বেড়েছে।
এর আগে ট্রেভিস স্কট ও কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন-এর বিরুদ্ধে তিনটি মামলা করা হলেও গতকাল সোমবার (৮ নভেম্বর) বিকেল পর্যন্ত মামলার সংখ্যা ১৯-এর কাছাকাছি দাঁড়িয়েছে বলে জানিয়েছে রোলিং স্টোন। মামলাগুলোর অনেকগুলোতে ট্রেভিস স্কটের এবং সবগুলোতে লাইভ নেশন-এর নাম আছে।
এবিসি নিউজ-কে দেওয়া এক বিবৃতিতে লাইভ নেশন জানিয়েছে তারা কর্তৃপক্ষকে সহোযোগিতা করছে এবং 'যথাসময়ে সব আইনি ব্যাপার নিয়ে পদক্ষেপ নেবে'।
এছাড়া এ দুর্ঘটনায় জনপ্রিয় র্যাপার ড্রেক-কে অভিযুক্ত করেও মামলা দায়ের করা হয়। ড্রেক এ ব্যাপারে কোনো মন্তব্য এখন পর্যন্ত না জানালেও ইনস্টাগ্রাম-এ পোস্ট করা এক বিবৃতিতে নিহতদের পরিবারের ও আহতদের প্রতি সমবেদনা জানান।
আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন ও স্কোরমোর কনসার্টে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্থদের জন্য একটি তহবিল তৈরি করার ঘোষণা দিয়েছে।